শেরপুর নিউজ ২৪ ডট নেটঃ দেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী বগুড়ার শেরপুরে রবিবার নানা আয়োজনে পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে সকাল ৮টার দিকে বাসষ্ট্যান্ডস্থ দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দলীয় কার্যালয়ে সংরক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিকৃতিত্বে পুস্পমাল্য অর্পন, কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় শেরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সাত্তার, সাধারন সম্পাদক আহসান হাবীব আম্বীয়া, সহ সভাপতি এ্যাড. গোলাম ফারুক, আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, এ্যাড. ইলিয়াছ উদ্দিন মিন্টু, সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহজামাল সিরাজী, শহর আ.লীগ সভাপতি আলহাজ্ব মকবুল হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক গোবিন্দ কুমার বাগচী, সাংগঠনিক সম্পাদক শামীম ইফতেখার, বদরুল ইসলাম পোদ্দার ববি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সা. সম্পাদক নূরে আলম সানি, ছাত্রলীগের সভাপতি আরিফুর রহমান শুভ সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাকাল থেকে শুরু করে আওয়ামীলীগের নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
Check Also
শেরপুরে উপজেলা বিএনপির সভাপতিসহ ৪ নেতাকে কারাগারে প্রেরণ
শেরপুর নিউজ২৪ডটনেট: ভাংচুর, মারপিট ককটেল বিস্ফোরণের মামলায় শেরপুর উপজেলা বিএনপির সভাপতিসহ স্বেচ্ছাসেবক দল ও যুবদলের …