Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে আরডিএ কর্মচারী ইউনিয়নে দুলাল সভাপতি, রবিউল সম্পাদক

শেরপুরে আরডিএ কর্মচারী ইউনিয়নে দুলাল সভাপতি, রবিউল সম্পাদক

শেরপুর নিউজঃ পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়া (আরডিএ) কর্মচারী ইউনিয়নের নির্বাচনে মো.দুলাল উদ্দিন ফকির সভাপতি ও মো. রবিউল ইসলাম রুবেল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

গত সোমবার (২৯ মে) এই ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. মিজানুর রহমান।

তিনি জানান, গত২৭ মে পল্লী উন্নয়ন একাডেমী কর্মচারী ইউনিয়নের নির্বাচনের জন্য মনোনয়নপত্র বিতরণ করা হয়। ২৮ মে ১৩টি পদের বিপরীতে ১৩টি মনোনয়নপত্র নির্বাচন পরিচালনা কমিটির কাছে দাখিল করা হয়। মনোনয়নপত্রগুলো বৈধ হওয়ায় একাধিক প্রার্থী না থাকায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

অন্যান্য পদে নির্বাচিতরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল কাদের, সহ সভাপতি আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম (২),অর্থ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন, দপ্তর সম্পাদক মো. বকুলুর রহমান, ধর্মীয় সম্পাদক মো. শাহজাহান আলী, সমাজকল্যাণ সম্পাদক মো.মাসুদ মিয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. শহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আবু সুফিয়ান ও কার্যনির্বাহী সদস্য মামুনুর রশিদ।

Check Also

শেরপুরে মহিলা কলেজে স্মরণসভায় বাদশা- বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করতে হবে

শেরপুর নিউজ: বগুড়া জেলা বিএনপির সভাপতি ও পৌর সভার সাবেক মেয়র রেজাউল করিম বাদশা বলেছেন, …

One comment

  1. সত্যের সন্ধানে আজকের শেরপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 + eleven =

Contact Us