সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন পুতিন

পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন পুতিন

শেরপুর নিউজ ডেস্ক: ছয় বছরের রাষ্ট্রপতির মেয়াদের জন্য পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের অনেক দেশ বয়কট সত্ত্বেও মঙ্গলবার এক অনুষ্ঠানে শপথ গ্রহণ করেন তিনি। খবর রয়টার্সের।

অনুষ্ঠানটি গ্র্যান্ড ক্রেমলিন প্রাসাদে অনুষ্ঠিত হয়। ৭১ বছর বয়সী এই নেতা তার কর্মক্ষেত্র থেকে একটি ছোট গাড়িতে চড়ে সেখানে যান।

অভিষেকের সময় সংবিধানের একটি বিশেষ অনুলিপিতে এক হাত রেখে দেশ ও জনগণের সেবা করার শপথ নেন পুতিন। অনুষ্ঠানে রাশিয়ার জাতীয় সংসদের উভয় কক্ষের আইন প্রণেতারা এবং সাংবিধানিক আদালতের বিচারপতিরা উপস্থিত ছিলেন।

শপথের পর প্রধান বিচারপতি ভ্যালেরি জরকিন পুতিনকেরাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেছেন। বর্তমান সংবিধানের অধীনে ছয় বছর স্থায়ী হবে পুতিনের ক্ষমতা।

চলমান ইউক্রেন আগ্রাসনের মধ্যেই গত মার্চে প্রেসিডেন্ট নির্বাচনে ভূমিধস বিজয় লাভ করেন পুতিন।

Check Also

দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত হামাস

শেরপুর নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দীর্ঘ আট মাসের বেশি সময় ধরে হামলা চালিয়ে যাচ্ছে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + four =

Contact Us