Home / বিদেশের খবর / ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইসরাইলের

ফিলিস্তিনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইসরাইলের

শেরপুর নিউজ ডেস্ক: আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে ইসরাইলের নিরাপত্তা ক্যাবিনেট। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর অফিস। এতে জানানো হয়েছে, ক্যাবিনেটে যুদ্ধাবস্থা ঘোষণার ফলে এখন সরকার প্রয়োজনীয় সামরিক কার্যক্রম চালানোর অনুমতি পেল।

গার্ডিয়ানের এব প্রতিবেদনে বলা হয়, ইসরাইলের নিরাপত্তা ক্যাবিনেট নেতানিয়াহু বলেন, গাজার খুনে সন্ত্রাসী আক্রমণের মাধ্যমে ইসরায়েলের ওপর এ যুদ্ধ চাপিয়ে দেয়া হচ্ছে।

এর আগে, ৭ অক্টোবর ইসরাইলের বিরুদ্ধে স্মরণকালের সবচেয়ে বড় সামরিক অভিযান শুরু করে ফিলিস্তিনপন্থি স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গাজা উপত্যকা থেকে ইসরাইলে প্রায় ৫ হাজার রকেট হামলা চালানো হয়।

সেদিনই ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইসরাইলিদের প্রতি দেয়া এক বার্তায় বলেন, আমরা এখন যুদ্ধাবস্থায় আছি।

তিনি আরও বলেন, আমরা জিতব। আমাদের শত্রুদের এর জন্য কঠিন মূল্য দিতে হবে। এ সময় তিনি ইসরাইলি নাগরিকদের নিরাপত্তসংক্রান্ত নির্দেশনা মানার আহ্বান জানান।

টাইমস অব ইসরাইলের এক প্রতিবেদনে বলা হয়, ইসরাইল-ফিলিস্তিন পরিস্থিতি চরম উত্তপ্ত। চলছে হামলা পাল্টা হামলা। এতে ৩১৩ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। বিপরীতে ৬০০ ইসরাইলি নিহত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ফিলিস্তিনের হামলা নিহতের সংখ্যা হু হু করে বাড়ছে। দুপুরে থেকে সকাল পর্যন্ত এ সংখ্যা বেড়ে ৬০০ ছাড়িয়েছে।

ইসরাইল মানবিক কার্যক্রম ও মরদেহ প্রক্রিয়াকরণে নিয়োজিত ভলেন্টিয়ার গ্রুপ জাকা জানিয়েছে, ফিলিস্তিনি হামলায় অন্তত ৬০০ ইসরাইলি নিহত হয়েছেন। হামাস এখনও হামালা চালাচ্ছে ইসরাইলের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায়। এ হামলায় আহত হয়েছেন আরও অন্তত দুই হাজার ইসরাইলি।

Check Also

পঞ্চমবারের মতো রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন পুতিন

শেরপুর নিউজ ডেস্ক: ছয় বছরের রাষ্ট্রপতির মেয়াদের জন্য পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + 6 =

Contact Us