Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

ধুনটে রাস্তা দখল করে বাড়ি নির্মাণের অভিযোগ

 

 

ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট উপজেলার নিমগাছি ইউনিয়নের জয়শিং গ্রামে সরকারি রাস্তা বেদখল করে বসতবাড়ি নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় এক কৃষক পরিবারের বিরুদ্ধে। আজ বুধবার (২ জুলাই) সকাল ১১টায় নিজ কার্যালয়ে এ অভিযোগের গণশুনানী করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল। গণশুনানীকালে অভিযোগের সত্যতা মিলেছে। এর আগে এ ঘটনায় ১৭ জুন জয়শিং গ্রামবাসি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জয়শিং বটতলা এলাকা থেকে রতন-গাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দিকে সরকারি একটি কাঁচা রাস্তা রয়েছে। বিকল্প কোন রাস্তা না থাকায় ওই রাস্তা দিয়েই আশপাশের প্রায় ৫শ পরিবারের লোকজন যাতায়াত করে। এছাড়া স্থানীয় স্কুল, মাদরাাসার শিক্ষার্থী ও মসজিদের মুসল্লিরা এই পথেই চলাচল করে থাকেন।

কিন্ত গত ৩ বছর ধরে ওই রাস্তার প্রায় ১০০ মিটার অংশ বেদখল করে একই গ্রামের কৃষক আমজাদ হোসেন মন্ডল ও তার ছেলে বসতবাড়ি নির্মাণ করেছেন। ওই রাস্তা দিয়ে যানবাহন চলাচলেও প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এ কারণে জয়শিং গ্রামের হারুনর রশিদ, সেলিম রেজা, রিপন মিয়া, হেলাল উদ্দিন ও হাবিবুর রহমানসহ শতাধিক ব্যক্তির সই করা একটি অভিযোগ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দাখিল করা হয়েছে।

ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, গ্রামবাসির অভিযোগের ভিত্তিতে উভয় পক্ষের উপস্থিতিতে গণশুনানীর মাধ্যমে বিষয়টি নিস্পত্তি করা হয়েছে। দ্রত সময়ের মধ্যে সরেজমিন জায়গার পরিমাপ করে সরকারি রাস্তাটি চলাচলের উপযোগী করা হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us