শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া শহরের ঠনঠনিয়াস্থ জমজম ইসলামিয়া হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করা হয়েছে। অভিযান চলাকালে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী পালিয়ে সাময়িক রক্ষা পেলেও হসপিটালের সরঞ্জাম জব্দ করে হসপিটালের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।
বগুড়ার বেশকিছু বেসরকারি ক্লিনিক ও ডায়াগোনেস্টিক সেন্টার কর্তৃপক্ষ সাধারণ রোগী ও তাদের স্বজনদের সাথে প্রতারণা করছে এমন অভিযোগ দীর্ঘদিনের। নানা অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার (২৪ জুন) সেনাবাহিনীর সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে হসপিটালের মালিক পক্ষ কৌশলে পালিয়ে যায়। পরে তাকে না পেয়ে হাসপাতালের সরঞ্জাম জব্দ করে হাসপিটাল সিলগালা করা হয়। অভিযানে সেনাবাহিনীর লেফটেন্যান্ট আল ফাহাদ সহায়তা প্রদান করেন।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রশিদুল ইসলাম জানান, ওই হসপিটালের বৈধ কোন কাগজপত্র নেই এবং অভিজ্ঞ কোন চিকিৎসক নেই। প্রতিষ্ঠানের সাইন বোর্ডে যেসব ডাক্তারের নাম দেওয়া আছে তারা সেখানে চিকিৎসা দেন না। পর্যাপ্ত সেবা দেওয়ার মতো কোন পরিবেশ নেই। তাছাড়া হসপিটালের ফ্রিজে মাংসের সাথে ওষুধ রাখা হয়েছে।
মালিকসহ হসপিটালের সকলে পালিয়ে যাওয়ায় কারো বিরুদ্ধে তাৎক্ষণিক কোন ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে নিয়মিত মামলা দায়ের করা হবে।



Users Today : 124
Users Yesterday : 174
Users Last 7 days : 1540
Users Last 30 days : 3078
Users This Month : 452
Users This Year : 31860
Total Users : 507108
Views Today : 206
Views Yesterday : 278
Views Last 7 days : 2329
Views Last 30 days : 6170
Views This Month : 699
Views This Year : 98021
Total views : 766229
Who's Online : 0