Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়ায় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

 

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় ধরালো অস্ত্রের আঘাতে স্ত্রী মায়া খাতুনকে হত্যার দায়ে অভিযুক্ত স্বামী হাসান আলীকে (২৬) যাবজ্জীবন সশ্রম করাদন্ডাদেশ দেওয়া হয়েছে। সেই সাথে ওই আসামিকে ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদন্ডদেশ দেওয়া হয়। হাসান আলী বগুড়ার শিবগঞ্জ উপজেলার চাঁদনিয়া গ্রামের আবু জাফরের ছেলে। মঙ্গলবার (২৪ জুন) বগুড়ার ১ম অতিরিক্ত দায়রা জজ ইফতেখার আহমেদ এই মামলার রায় দেন।

জানা যায়, বগুড়ার শিবগঞ্জ উপজেলার ভুরাঘাটের তোজাম্মেল হকের মেয়ে মায়া খাতুন (১৮) ঘটনার প্রায় এক বছর প্রেম করে হাসান আলীকে বিয়ে করে। হাসান আলী বগুড়া শহরের বারপুর মধ্যপাড়ায় তার সৎ বাবা জাহাঙ্গীর আলম ওরফে মোজাম্মেলের বাড়ির পাশে ভাড়া বাসায় স্ত্রী মায়াকে নিয়ে বসবাস করছিলেন।

এরই এক পর্যায়ে বিগত ২০১৯ সালের ২০ আগস্ট দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাদের শয়ন ঘরের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে হাসান আলী তার স্ত্রী মায়াকে ছুরিকাঘাত করে। প্রতিবেশীরা গুরুতর আহত মায়াকে বগুড়া টিএমএসএস হাসপাতালে ভর্তি করলে পরের দিন সকাল পৌনে ৯টার দিকে সে মারা যায়।

এ ঘটনায় নিহত মায়ার বাবা তোজাম্মেল হক বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের করেন। পুলিশ আসামি হাসান আলীকে গ্রেফতার করে পরের দিন আদালতে সোপার্দ করলে সে হত্যকান্ডের কথা স্বীকার করে ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দী প্রদান দেয়।

মামলাটি তদন্ত শেষে পুলিশ পরিদর্শক রেজাউল করিম ওই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মামলাটি পরিচালনা করেন বাদি রাষ্ট্রপক্ষে এপিপি এড. আবু হায়াত মো. মোস্তফা কামাল পরাগ এবং আসামি পক্ষে এড. জাহাঙ্গীর হোসেন ফটিক।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us