Bogura Sherpur Online News Paper

বিনোদন

মাস্টার্সেও ফার্স্ট ক্লাশে উত্তীর্ণ সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা

 

শেরপুর নিউজ ডেস্ক:
নেত্রকোনার মেয়ে এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী তানজিন মিথিলা রাজধানীর লালমাটিয়া কলেজ থেকে মাস্টার্সে সমাজ বিজ্ঞান বিষয়ে ফার্স্ট ক্লাশে উত্তীর্ণ হয়েছেন।কিছুদিন আগে মিথিলার মাস্টার্সের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

মিথিলার এমন ফলাফলে তার পরিবার’সহ তার বন্ধু বান্ধব সবাই ভীষণ উচ্ছ্বসিত। উচ্ছ্বসিত এ কারণেই যে একজন সঙ্গীতশিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার নেপথ্যে দিন রাত অক্লান্ত পরিশ্রম করার পাশাপাশি পড়াশুনাটাও ঠিক মতো চালিয়ে গিয়েছেন। যার ফলে মাস্টার্স মাস্টার্সে তিনি ফার্স্ট ক্লাশে উত্তীর্ণ হয়েছেন।

মিথিলার এই সাফল্যে তার আপন বড় ভাই মেহেদী হাসান মিথিলাকে নিয়ে কিছু কথা লিখেছিলেন। তারমধ্যে উল্লেখযোগ্য কিছু কথা হলো ‘আমার খুববেশি আদরের ছোট বোন তোমারর জন্য রইল অনেক অনেক স্নেহ, অভিনন্দন ও শুভকামনা। দোয়া করি তুমি যেন তোমার প্রতিটি ধাপ সাফল্যের সাথে অতিক্রম করতে পারো।

মিথিলার এই সাফল্যে তার বড় বোন জাপান প্রবাসী আইরিন জাহানও ভীষণ খুশী। আইরিন জাহানের প্রবল ইচ্ছে তার বোন গানের পাশাপাশি এমন কিছু করুক যেখানে তার মেধার সঠিক মুল্যায়ন হয়। তানজিন মিথিলা একই কলেজ থেকে একই বিষয়ে এর আগে অনার্সে ফার্স্ট ক্লাশ পেয়েছিলেন। অনার্সে এবং মাস্টার্সে পরপর ফার্স্ট ক্লাশ পাওয়ায় তার পরিবার গানের পাশাপাশি আরো ভালো কিছু করার স্বপ্ন দেখছে তাকে নিয়ে।

 

তানজিন মিথিলা বলেন,‘ যদিও বা এখনো পেশাগতভাবে আমি একজন গায়িকা, তারপরেও আমার পরিবার আমার অনার্সে এবং মাস্টার্সে ফার্স্ট ক্লাশ পাওয়া দেখে তারা আরো বেশি আশাবাদী হয়ে উঠেছেন যেন আমি আরো এমন কিছু করি যা আমার পরিবারের জন্য আরো সম্মান বয়ে নিয়ে আসেন। বিশেষত আমার বড় ভাই মেহেদী হাসান এবং বড় বোন আইরিন জাহানের ইচ্ছে। আমি কৃতজ্ঞ আমার কলেজের শিক্ষকদের প্রতি। কৃতজ্ঞ আমাকে যারা সবসময় উৎসাহ দিয়ে এসেছেন গানে এবং পড়াশুনায়। কৃতজ্ঞতা আমার প্রিয় বন্ধু জোবায়ের জাহাঙ্গীর জয়’সহ প্রিয় প্রদ্যুৎ দাদা, সায়াদ ভাই, লাবণ্য আপু, মৌলি আপু যারা সবসময় আমাকে সাহস দিয়েছেন, পাশে থেকেছেন।

তানজিন মিথিলার স্কুল জীবন কেটেছে ঝাঞ্জাইল উচ্চবিদ্যালয়ে ও কলেজ জীবন কেটেছে আবু আব্বাস কলেজে। তিনি তার নতুন মৌলিক গান ‘এই মন সারাক্ষণ’ এর মিউজিক ভিডিওর শুটিং- এ ব্যস্ত ছিলেন। গানটি লিখেছেন ও সুর করেছেন আহসান জামিল আঁচল। এছাড়াও গত ঈদে প্রকাশিত হয়েছে তার নতুন মৌলিক গান ‘ভালোবাসি তোরে পাখি’। গানটি লিখেছেন সুরাইয়া সন্ধ্যা, সুর সঙ্গীত করেছেন জেডি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us