ধুনট (বগুড়া) সংবাদদাতা:
বগুড়ার ধুনট উপজেলায় বিএনপি’র সাবেক এমপি’র গাড়িবহরে ককটেল হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে করা মামলায় ব্যবসায়ী বদরুল হাসান আগাকে (৫৩) গ্রেফতার করেছে পুলিশ। তিনি ধুনট পৌর এলাকার পূর্ব ভরণশাহী গ্রামের মৃত আজিজুর রহমান মন্ডলের ছেলে এবং ঠিকাদারী, পরিবহন ও কাপড় ব্যবসায়ী।
গত সোমবার রাত ৯ টায় ধুনট শহরের মডেল মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, নাশকতার মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে বদরুল হাসানকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।