Bogura Sherpur Online News Paper

স্বাস্থ্য

করোনায় আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক:
গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি নতুন করে আরও ১৮ জনের শরীরে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন পুরুষ ও অপরজন নারী। তাদের মধ্যে একজনের বয়স ৪১-৫০ ও আরেকজনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে। চলতি বছরে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। আর করোনা শনাক্ত হয়েছে ৩৩১ জনের।

এতে আরও বলা হয়, গতসোমবার (১৬ জুন) সকাল ৮টা থেকে মঙ্গলবার (১৭ জুন) সকাল ৮টা পর্যন্ত ৩৭২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ৫ দশমিক সাত সাত শতাংশ।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us