Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের সাথে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময়

 

শেরপুর নিউজ ডেস্ক:

বিগত ষোল বছরের শাসনামলে আওয়ামী লীগ পরিকল্পিতভাবে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক। পাশাপাশি দেশের টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকেও ধ্বংস করেছেন তারা। বুধবার (১১জুন) দুপুরে বগুড়ার শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসার সম্মেলন কক্ষে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান নুরুল হক আরো বলেন, মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত কোনো মানুষ দুর্নীতিতে জড়ায় না। তাই দেশ ও জাতির উন্নয়নে আল্লাহ ভিরু, সৎ ও যোগ্য মানুষের বিকল্প নেই। মাদ্রাসা শিক্ষার উন্নয়নে বর্তমান অন্তবর্তীকালিন সরকার খুবই আন্তরিক। তাই এই শিক্ষা বিস্তারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে মাদ্রাসা ও জেনারেল শিক্ষার মধ্যে কোনো বৈষম্য রাখা হবে না। সবার জন্য মানসম্মত আধুনিক সু-শিক্ষা নিশ্চিত করা হবে। এক্ষেত্রে প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর উন্নয়ন করা হবে। যে সব প্রতিষ্ঠান একাডেমিক ভবন নেই, সেখানে দ্রুত বহুতল ভবন নির্মাণ করে দেওয়া হবে বলেও জানান তিনি।

বগুড়া জেলা জমিয়াতুল মোদারের্ছীনের সভাপতি অধ্যক্ষ আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে শেরপুর শহিদীয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান, আলতাদিঘী ফাযিল মাদ্রাসার সুপার রফিকুল ইসলাম, দড়িহাসড়া দাখিল মাদ্রাসার সুপার আবু জাফর, ফুলতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুল বাছেদ, রাজারদিঘী দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ওমর ফারুক, বিরইল দাখিল মাদ্রাসার সুপার মাওলানা হায়দার আলী, ভবানীপুর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুর রহিম প্রমুখ বক্তব্য রাখেন। সভায় উপজেলার অর্ধশতাধিক মাদ্রাসা প্রধানসহ এবতেদায়ী মাদ্রাসাগুলোর শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us