ধুনট (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার ধুনট পৌর এলাকায় লালন মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত লালন মিয়া পৌর এলাকার সদরপাড়া গ্রামের মতিউর রহমান মতির ছেলে। থানা সূত্রে জানা যায়, পরিবহন শ্রমিক লালন মিয়া দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিল। হতদরিদ্র পরিবারের পক্ষ থেকে অনেক চিকিৎসা করেও তাকে সুস্থ করা সম্ভব হয়নি।
রোগ যন্ত্র সইতে না পেরে মাঝে মাঝেই সে বিভিন্ন ভাবে আত্মহত্যার কথা বলতো। অবশেষে সোমবার রাতের কোন এক সময় লালন, বাড়ি থেকে বের হয়ে পাশের চরধুনট এলাকায় যায়। সেখানে বাগানের ভেতর একটি গাছের ডালে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা গাছের ডালে লালনের মৃতদেহ ঝুঁলতে দেখে থানায় সংবাদ দেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পৌছে লালনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং আত্মহত্যার বিষয়টি নিশ্চিত হয়ে ময়নাতদন্ত ছাড়াই লালনের মৃতদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।