Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

বগুড়ায় বৈষম্যবিরোধী নেতা আল ফাহাদকে সাময়িক অব্যাহতি

 

শেরপুর নিউজ ডেস্ক:

বিভিন্ন অনিয়ম ও বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বগুড়া জেলা শাখার সংগঠক আল ফাহাদকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে সাত দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।

শুক্রবার (৩০ মে) রাতে সংগঠনের বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে এক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়। জেলা কমিটির মুখ্য সংগঠক আজিম উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, আদমদীঘি উপজেলায় আল ফাহাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের প্রাথমিক ভিত্তিতে তাকে সংগঠনের দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

এছাড়া জেলা কমিটির আহ্বায়ক মাহামুদুল হাসান এবং সদস্য সচিব সাকিব খান স্বাক্ষরিত পৃথক আদেশে বলা হয়, কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না— সে বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে সাত দিনের মধ্যে। চূড়ান্ত তদন্ত প্রতিবেদন না হওয়া পর্যন্ত তিনি সংগঠনের কোনো কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও তাকে মৌখিকভাবে সতর্ক করা হয়েছিল। তবে সাংগঠনিক শৃঙ্খলা বজায় না রাখায় জেলা কমিটি এই ব্যবস্থা নিতে বাধ্য হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সংগঠন বরাবরই অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ভবিষ্যতেও ন্যায়, স্বচ্ছতা ও জবাবদিহিতার নীতিতে অটল থেকে সংগঠন পরিচালিত হবে।

অভিযোগের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে আল ফাহাদ বলেন, “আমি নোটিশ পেয়েছি এবং খুব দ্রুতই লিখিত জবাব দেব। আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।”

তিনি আরও বলেন, “জন্মসনদে বয়স সংশোধনের নামে টাকা নেওয়ার অভিযোগটি সত্য হলেও, পরে কাজটি সম্পন্ন না হওয়ায় সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও, স্থানীয় কিছু ছাত্র রাজনৈতিক উদ্দেশ্যে আবারও এই অভিযোগ সামনে এনেছে।”

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us