শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫ নং ওয়ার্ডের সভাপতি মো. জুলফিকার আলী বকুল (৪৬) কে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে তাকে শেরপুর উপজেলার ছোনকা বাজার থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বকুল শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের স্বরো গ্রামের মো. বছির উদ্দিনের ছেলে এবং ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৫নং ওয়ার্ডের সভাপতি।
শেরুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তিনি গত ১৫ নভেম্বর দায়ের করা নাশকতা ও বিষ্ফোরক মামলার তদন্তে প্রাপ্ত আসামী। তাকে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।