Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

ধুনটে আইনজীবী, শিক্ষক ও ব্যবসায়ীসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার

ধুনট (বগুড়া) সংবাদদাতা:

বগুড়ার ধুনটে আইনজীবী, শিক্ষক ও ব্যবসায়ীসহ ১১ জুয়াড়িকে জুয়ার আসর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ টাকা জব্দ করা হয়েছে। এ ঘটনায় ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ বাদি হয়ে শুক্রবার রাতে জুয়াড়িদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এরপর শনিবার (২৫ জানুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের খাদুলি গ্রামের জালাল উদ্দিনের ছেলে খাদুলি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামিল উদ্দিন (৫৫) গোপালপুর খাদুলী গ্রামের সামাদ মুন্সীর ছেলে রানডিলা আতাউল্লাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জহুরুল ইসলাম(৫৫) দেউড়িয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে এ্যাডভোকেট মাহবুুবুর রহমান মোমিন (৩৭) ধেরুয়াহাটি গ্রামের আলিম উদ্দিনের ছেলে ব্যবসায়ী আল আমিন (৫২) ধেরুয়াহাটি গ্রামের মোনছের আলী ছেলে ব্যবসায়ী রতন সরকার (৪৭) খাদুলি গ্রামের আমজাদ হোসনের ছেলে রাকিব (৪৮) কাশিয়াহাটা গ্রামের ইসাহাক আলীর ছেলে জাহাঙ্গীর আলম(৪০) পীরহাটি গ্রামের আবু বক্কর মন্ডলের ছেলে তোতা মিয়া (৫৪) অলোয়া গ্রামের নওশের আলীর ছেলে সোহেল রানা(৪৩) খাদুলি গ্রামের হানিফ শেখের ছেলে শহিদুল ইসলাম (৩৮) এবং বগুড়া সদর উপজেলার নারুলী গ্রামের মোজাম্মেল হকের ছেলে বাবুল আক্তার (৫০) ।

এ বিষয়ে ধুনট থানার এসআই মুনজুর মোর্শেদ জানান, শুক্রবার বিকেল সাড়ে ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে মথুরাপুর বাজারস্থ পিরহাটি গ্রামের আজগর আলীর ছেলে ইমনের চৌচালা একটি ঘরে জুয়ার আসর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ৪৪ হাজার ৫শত ২০ টাকা জব্দ করা হয়েছে।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে মামলা দায়েরের পর শনিবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us