শেরপুর নিউজ ডেস্ক: সামরিক অভিযান ‘অপারেশন রাইজিং লায়ন’, যা ইরানের পারমাণবিক কর্মসূচিকে ব্যর্থ করার জন্য পরিচালনা করা হয়েছে বলে দাবি করেছিল ইসরাইল, তাতে বেশ কয়েকজন জ্যেষ্ঠ ইরানি সামরিক ব্যক্তিত্ব এবং পারমাণবিক বিজ্ঞানী নিহত হয়েছেন বলে জানা গেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইসরাইলের এই হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি নিহত হয়েছেন।
এ হামলায় ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) প্রধান হোসেন সালামিও নিহত হয়েছেন।
এছাড়াও প্রাণ হারিয়েছেন, খতম-আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দফতরের কমান্ডার গোলামালী রশিদ।
হামলায় নিহত হয়েছেন পারমাণবিক বিজ্ঞানী এবং ইরানের পারমাণবিক শক্তি সংস্থার সাবেক প্রধান ফেরেদুন আব্বাসি।
ইরানের পারমাণবিক অস্ত্র কর্মসূচির সাথে জড়িত আরেক পারমাণবিক বিজ্ঞানী মোহাম্মদ মাহদি তেহরানচিও প্রাণ দিয়েছেন ইসরাইলি হামলায়।
এদিকে তেহরানে দুই দফায় হামলার পর ইসরাইল এবার ইরানের রাডার এবং বিমান প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা শুরু করেছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুই ইরানি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইসরাইলি যুদ্ধবিমান ইরানের রাডার এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে তৃতীয় দফায় হামলা শুরু করেছে।
এর আগে ইরানের রাজধানীজুড়ে আবারও বিস্ফোরণের শব্দ শুনতে পাচ্ছেন বলে জানান তেহরানের বাসিন্দারা। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি বলছে, তেহরানে নতুন করে ইসরাইলি হামলার খবর পাওয়া যাচ্ছে। আর রয়টার্স জানিয়েছে, শহরের ওপর দিয়ে বিমান প্রতিরক্ষা বাহিনীর গুলির শব্দও শোনা যাচ্ছে।
সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, ‘তেহরানের একটি আবাসিক কমপ্লেক্সে নারী ও শিশুসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন।’