Bogura Sherpur Online News Paper

অপরাধ জগত

রায়গঞ্জে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: সিরাজগঞ্জের রায়গঞ্জে রতনা খাতুন (২০) নামে এক গৃহবধূকে হত্যার পর মরদেহটি ঢাকায় ভাড়া বাসায় ঘরে বন্দি রাখার অভিযোগে গত বুধবার (৪ জুন) সকালে নিহতের স্বামীকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছে। আটককৃত আসামি রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী পুরান পাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে শামীম হোসেন (২৫)।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আসামি শামীম হোসেন ও তার স্ত্রী রতনা খাতুন ঢাকার গাজীপুর এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন। চার বছর পূর্বে তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক কলহ চলে আসছিল। এরই একপর্যায়ে স্ত্রী রতনা খাতুনকে হত্যার পর রতনা খাতুনের লাশ লেপ, কম্বল ও কাথা দিয়ে মোড়ানো অবস্থায় খাটের ওপর রেখে দিয়ে তালাবদ্ধ রাখে স্বামী পালিয়ে যায়।

এরপর এলাকাবাসী বিষয়টি টের পেয়ে ঘরের তলা ভেঙে গৃহবধূর মরদেহ দেখতে পেয়ে স্বজন ও পুলিশে খবর দেয়। এদিকে গত মঙ্গলবার (৩ জুন) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনায় গাজীপুরের বাসন থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেন গৃহবধূর মা জহুরয়া খাতুন (৪৪)। এ ঘটনায় রতনার স্বামী ঢাকা থেকে গাঁ ঢাকা দিয়ে তার গ্রামের বাড়িতে চলে আসে।

অপরদিকে নিহতের পরিবারের স্বজনরা উপজেলার পাঙ্গাসী এলাকার সংশিষ্ট ইউপি সদস্যকে জানালে গ্রামবাসী আসামি শামীম হোসেনকে আটক রেখে পুলিশে সোপর্দ করে। এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম মাসুদ রানা জানান, গৃহবধূকে হত্যার ঘটনায় গ্রামবাসী আসামি শামীমকে আটক করে রাখে। খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশের সার্বিক সহযোগিতায় গাজীপুর বাসন থানা পুলিশ আসামিকে আটক দেখিয়ে গাজীপুরের বাসন থানায় নিয়ে যায়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us