সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুরে ট্যাংকলরীর চাপায় এক যুবক নিহত

শেরপুরে ট্যাংকলরীর চাপায় এক যুবক নিহত

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ার শেরপুরে রাস্তা পারাপারের সময় ট্যাংকলরীর চাপায় সুজন মিয়া (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। সে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের শাহেদ আলীর ছেলে। বৃহস্পতিবার দুপুর ২ টার দিকে পৌর শহরের ধুনটমোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, ধুনটমোড় এলাকায় সুজন রাস্তা পারাপার হচ্ছিল। এ সময় দ্রুতগামি একটি ট্র্যাংলরীর চাপায় সুজন ঘটনাস্থলেই নিহত হয়। পরে স্থানীয়রা ট্র্যাংলরীটি আটক করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে সোপর্দ করে। এ বিষযে শেরপুর হাইওয়ে পুলিশের ইনচার্জ আজিজুল হক জানান, ট্র্যাংলরীটি আটক আছে। ড্রাইভার ও হেলপার পালিযে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Check Also

কাহালুতে তারাবি নামাজ পড়ার সময় মুসল্লির মৃত্যু

    কাহালু (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার কাহালুতে তারাবি নামাজ পড়ার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − three =

Contact Us