Bogura Sherpur Online News Paper

জাতীয় খবর

ড. ইউনূসকে যে উপহার দিলেন তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক:অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বৈঠকে প্রধান উপদেষ্টাকে তিনটি উপহার দিয়েছেন তিনি। সেখানে একটি কলম ও দুইটি বই ছিল।

শুক্রবার (১৩ জুন) বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৩টার কিছু সময় পর বৈঠকটি শেষ হয়। বৈঠকের মধ্যে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উপহারগুলো তুলে দেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুকে এক পোস্টে তা জানিয়েছেন।

পোস্টে দেখা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শুভেচ্ছা উপহার হিসেবে একটি ফাউন্টেন পেন, Greta thunberg এর ‘no one is to small to make a difference’এবং ‘nature matters’- Edited by Mona Arshi and karen mccarthy woolf বই দুটি রয়েছে।

এর আগে বাংলাদেশ সময় দুপুর ২টার কিছু আগে হোটেল পৌঁছান তারেক রহমান। তাকে হোটেলে স্বাগত জানান অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রেস সচিব শফিকুল আলমসহ অন্যান্যরা।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সময় দুপুর ১টায় বাসা থেকে রওনা হন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us