শেরপুর নিউজ ডেস্ক: সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু’র বড়ভাই দক্ষিণ শেরপুর এর বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মুন্সী আব্দুল খালেক মেজবাহ এর দাফন সম্পন্ন হয়েছে। তিনি রবিবার দিবাগত রাত সাড়ে সাতটায় ভাটরা গ্ৰামের ঐতিহ্যবাহী মুন্সী বাড়িতে (নিজ বাসভবনে ) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৮৪ বছর। তিনি স্ত্রী দুই ছেলে দুই মেয়ে নাতি নাতনি সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ জোহর ভাটরা ইয়াছন নেছা হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানা চত্বরে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে ইমামতি করেন মরহুমে মামাতো ভাই অধ্যক্ষ খন্দকার নাজমুল হক। জানাজা শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
Check Also
অবৈধ মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে- জেলা প্রশাসক বগুড়া
শেরপুর ডেস্ক: অবৈধ মজুদের মাধ্যমে সিন্ডিকেট করে যারা বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর …