Bogura Sherpur Online News Paper

রাজনীতি

জামায়াত‌কে বে‌শি কথা বল‌তে দেওয়ায় গণ‌ফোরাম-সি‌পি‌বির সংলাপ থে‌কে ওয়াক আউট

শেরপুর নিউজ ডেস্ক জামায়াতে ইসলামী‌কে বে‌শি কথা বল‌তে দেওয়ায় জাতীয় ঐকমত্য ক‌মিশ‌নের সংলা‌প থে‌কে ওয়াক আউট ক‌রে বাংলা‌দে‌শের ক‌মিউ‌নিস্ট পা‌র্টি (সি‌পি‌বি) ও গণ‌ফোরাম। অবশ্য মি‌নিট দ‌শেক পর দলগু‌লো আবার সংলা‌পে ফি‌রে যায়।

রাজধানীর ফ‌রেন সা‌র্ভিস একা‌ডে‌মি‌তে আজ বুধবার বেলা সা‌ড়ে ১১টায় ‌দ্বিতীয় দফার সংলাপের তৃতীয় দি‌নের আলোচনা শুরু হয়। মধ্যাহ্ন বির‌তির পর বেলা পৌ‌নে তিনটায় আবার সংলা‌প শুরু হয়। এক ঘণ্টা পর সি‌পিবির সাধারণ সম্পাদক রু‌হিন হো‌সেন প্রিন্স, গণ‌ফোরামের সাধারণ সম্পাদক মিজানুর রহমান বে‌রি‌য়ে আসেন।

রু‌হিন হো‌সেন প্রিন্স নিচতলায় নে‌মে বলেন, ‘এখানে বৈষম্য হচ্ছে, জামায়েতের তিনজনকে বক্তব্য দেওয়া হয়েছে। আমা‌দের একজন বক্তব্য দি‌তে গে‌লেও বাধাগ্রস্ত করা হ‌চ্ছে। আমরা প্রতিবাদ জানা‌লে, ক‌মিশন তা নোট ক‌রে। তাই আবার সংলা‌পে ফি‌রে যা‌চ্ছি।’

এর আগে গণ‌ফোরাম সাধারণ সম্পাদক ব‌লেন, ‘ঐকমত্য ক‌মিশন নির‌পেক্ষতা হা‌রি‌য়ে‌ছে। তারা নির‌পেক্ষ না হ‌লে আমরা সংলা‌পে ফির‌ব না।’

সি‌পি‌বি এবং গণ‌ফোরাম নেতা‌দের সংলা‌পে ফি‌রি‌য়ে নি‌চে নে‌মে আসেন ঐকমত্য ক‌মিশ‌নের সদস্য ব‌দিউল আলম মজুমদার, প্রধান উপ‌দেষ্টার বি‌শেষ সহকারী ম‌নির হায়দার। ছি‌লেন বিএন‌পির সমমনা দল বাংলা‌দেশ এল‌ডি‌পির মহা‌স‌চিব ও ১২ দলীয় জো‌টের মুখপাত্র শাহদাত হো‌সেন সে‌লিম, জাতীয় দ‌লের চেয়ারম্যান ‌সৈয়দ এহছান হুদা।

শাহাদাত সে‌লিম ব‌লেন, উনাদের জামায়াত ব‌লে‌ছে, আপনারা তো ১০ জ‌ন মানু‌ষের প্রতি‌নিধিত্বও ক‌রেন না। আমরা কতজ‌নের প্রতি‌নি‌ধিত্ব ক‌রি। সে‌লিম আরও জানান, তি‌নি ওয়াক আউট ক‌রেন‌নি। সম‌ঝোতা ক‌রে‌ছেন। এরপর দলগু‌লো সংলা‌পে ফি‌রে যায়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us