Bogura Sherpur Online News Paper

অপরাধ জগত

সিরাজগঞ্জে ট্রাকচালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জ সদর উপজেলায় আলোচিত ট্রাকচালক বাদশা সেখ হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি আদালতে নিজের দোষ স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

সোমবার (১৬ জুন) দুপুর ১২টার দিকে অভিযুক্ত মনিরুল ইসলাম মনিকে আদালতে হাজির করা হয়। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাসেল মাহমুদ ১৬৪ ধারায় তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর সন্ধ্যা ৬টার দিকে তাকে কারাগারে পাঠানো হয়।
এর আগে শনিবার (১৪ জুন) রাতে মনিরুল ইসলাম মনিকে সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের ধুকুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পেশায় ট্রাক চালক মনি একই ইউনিয়নের বহুতি পূর্বপাড়ার হাসান ফকিরের ছেলে এবং নিহত বাদশার সর্ম্পকে ফুফাতো বোন জামাই ও বন্ধু।

নিহত ট্রাকচালক ফরিদুল ইসলাম বাদশা (২৭) একই এলাকার ইব্রাহিম হোসেন ওরফে কাঙ্গাল সেখের একমাত্র ছেলে।

ঈদুল আজহার আগের রাতে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে মাথায় কুপিয়ে গুরুতর আহত করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ঈদের দিন (৭ জুন) ভোরে সে মারা যায়।
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই প্রনয় কুমার প্রামাণিক বলেন, মনিরুল ইসলাম মনিকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্য মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত হাতুড়ি ও ভিকটিমের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত মনি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।

জবানবন্দিতে তিনি জানিয়েছেন, বাদশার সাথে তার স্ত্রীর পরকীয়া সম্পর্ক চলছিল। সম্পর্ক বাদ দিতে নিষেধ করার পরও বাদশা তা নামায় ক্ষোভে ও মনঃকষ্টে তাকে হত্যা করেন।

এসআই প্রণয় কুমার আরো বলেন, ‘হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের মা ফরিদা খাতুন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে মামলা করেছেন। অন্য আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।’

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us