শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলার চক খানপুর এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে ভ্রাম্যমান আদালতে ৫০ হাজার টাকা জরিমানা ও ভেকুর ৩টি ব্যাটারী জব্দ করেছে উপজেলা প্রশাসন।
গত সোমবার বিকেল ৫ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক খানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত চলাকালে ঘটনাস্থল থেকে অবৈধভাবে মাটিকাটার কাজে ব্যবহৃত ভেকুর ৩টি ব্যাটারি জব্দ করা হয় এবং মাটি কাটার সাথে জড়িত দুইজনকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো ধুনট উপজেলার মাটিকোরা গ্রামের আমিরুল ইসলামের ছেলে মোঃ রাসেল (২০) ও চালাপাড়া গ্রামের সোহেল রানার ছেলে রনি আকন্দ (২৩)। তাদের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৪ ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ১৫(১) ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, পরিবেশ সংরক্ষণে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।