সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় আড়াই মণ নকল লাচ্ছা সেমাই জব্দের পর ধ্বংস

বগুড়ায় আড়াই মণ নকল লাচ্ছা সেমাই জব্দের পর ধ্বংস

শেরপুর ডেস্কঃ বগুড়ায় ১০০ কেজি নকল ও মেয়াদোর্ত্তীণ লাচ্ছা সেমাই জব্দের পর ধ্বংস করা হয়েছে। রবিবার ( ২ এপ্রিল) দুপুর একটার দিকে সদর উপজেলার পল্লীমঙ্গল বাজার এলাকায় বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে এসব ধ্বংস করা হয়। একই সাথে অভিযানে নকল ও মেয়াদোর্ত্তীণ লাচ্ছা সেমাই বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে দশ হাজার টাকা জরিমানা করা হয়।

এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

ইফতেখারুল আলম রিজভী জানান, বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল বাজারে অভিযান চালানো হয়। অভিযানে মেহেদী জেনারেল স্টোর নামের এক দোকানে নকল ও মেয়াদউর্ত্তীণ ১০০ কেজি লাচ্ছা সেমাই পাওয়া যায় এবং এই অপরাধে প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলামকে ৫হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা লাচ্ছা সেমাই জনসম্মুখে ধ্বংস করা হয়।

অপরদিকে, একই বাজারের নিউ মেহেদী স্টোর নামের এক দোকানে মেয়াদউর্ত্তীণ পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে বগুড়া জেলা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

Check Also

বগুড়ায় বিএনপির অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুর ডেস্কঃ বিদ্যুৎ, গ্যাসসহ দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও পূর্ব ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে বগুড়ায় অবস্থান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 − 3 =

Contact Us