শেরপুর নিউজ ডেস্ক :
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বগুড়ার শেরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় উপজেলা বিএনপির আয়োজনে এই বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পিয়ার হোসেন, মাহবুব হোসেন, মাহবুবুল আলম হিরু, মোস্তাফিজার রহমান নিলু, আব্দুল মোমিন, মামুনুর রশীদ আপেল, মোয়াজ্জেম হোসেন, আশরাফুদ্দৌলা মামুন, শহিদুল ইসলাম প্রমুখ।