শেরপুর নিউজ ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর উপজেলা শাখার উদ্যোগে প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি কর্মসূচির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ জুন) সকাল ১১ টায় শেরপুর জেলা পরিষদ অডিটোরিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাহবুবুর রহমান হারেজ,জেলা বিএনপির উপদেষ্টা আলহাজ্ব শফিকুল আলম তোতা শেরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুর রহমান হিরু, মোস্তাফিজুর রহমান নিলু,দপ্তর সম্পাদক মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে দলের সাংগঠনিক ভিত্তি আরও শক্তিশালী করতে এই সদস্য নবায়ন কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তৃণমূল পর্যায়ে দলের কর্মী ও সমর্থকদের ঐক্যবদ্ধ ও সক্রিয় রাখার ওপর গুরুত্বারোপ করেন নেতৃবৃন্দ।