Bogura Sherpur Online News Paper

দেশের খবর

খুলনায় বিষাক্ত মদপানে পাঁচজনের মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: খুলনা মহানগরীর বয়রা এলাকায় বিষাক্ত মদ পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় তোতা মিয়ার হোটেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বয়রা সেরের বাজার মোড়ের বাসিন্দা বাবু (৫০), বয়রা মধ্যপাড়ার সাবু (৬০), জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭), আজিবর (৫৯) ও তোতা (৬০)। এদের সবাই স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া, একই ঘটনায় গুরুতর অসুস্থ হয়ে খালিশপুর দাসপাড়া এলাকার সনু নামের এক ব্যক্তিকে খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, “বিষাক্ত মদ পান করার পর ওই পাঁচজন গুরুতর অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানেই তারা মারা যান। পরে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।”

ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রাথমিকভাবে বিষাক্ত মদকে মৃত্যুর কারণ হিসেবে সন্দেহ করা হলেও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us