Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

শেরপুরে সরকারি খাস পুকুর জোর করে দখলের চেষ্টা!

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

বগুড়ার শেরপুর উপজেলার বিশালপুর ইউনিয়নের কহিতকুল গ্রামে রাধুপুকুর নামে একটি সরকারি খাস পুকুর জোর করে দখলের জন্য হামলার অভিযোগ উঠেছে। এই ঘটনায় ১৭ জনকে অভিযুক্ত করে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বিশালপুর ইউনিয়নের ১ একর ৯০ শতাংশের রাধুপুকুরটি প্রায় ২৫ বছর যাবত কহিতকুল মৎস্যজীবী সমিতির নামে ইজারা নিয়ে মাছের চাষ করে আসছে। ৫ আগস্টের পটপরিবর্তনের পর থেকে এলাকার কিছু ব্যক্তি নানাভাবে সরকারি পুকুরটি দখলের চেষ্টা করে।

তারা বিভিন্ন সময়ে নানা মাধ্যমে জোর করে মাছ ধরাসহ নানা ধরনের হুমকি দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় গত বৃহষ্পতিবার একদল লোক হামলা চালিয়ে পুকুরের স্থাপনা ভাঙচুর ও পাহারাদার কছিম উদ্দিনকে মারপিট করে।

কহিতকুল মৎস্যজীবী সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব নূর মোহাম্মদ নান্নু বলেন, সরকারি পুুকরের ইজারা বিজ্ঞপ্তির সকল শর্ত পূরণ করে আমরা পুকুরটি লিজ নিয়ে মাছচাষ করে আসছি। এখনো আমাদের মেয়াদ রয়েছে, কিন্ত হঠাৎ করেই একটি চক্র পুকুরটি দখল নিতে মরিয়া হয়ে উঠেছে। শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন বলেন, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ পাঠানো হয়েছিল। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী অফিসার আশিক খান বলেন, সরকারি ইজারাভূক্ত পুকুর ব্যক্তি মালিকানা দাবি করার সুযোগ নেই। এছাড়াও লিজ দেওয়া পুকুরে অন্যরা যেতে পারবে না। আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে শেরপুর থানার ওসিকে বলা হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us