ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট উপজেলায় মায়ের কাছে ৫’শ টাকার বায়না ধরে না পেয়ে ক্ষুব্ধ হয়ে তরিকুল ইসলাম (২৫) নামে এক কাঠমিস্ত্রি বিষপানে আত্মহত্যা করেছে। সোমবার (২৩ জুন) দুপুর ১২টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত তরিকুল ইসলাম উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের দুদু সরকারের ছেলে।
থানা সূত্রে জানা যায়, নিহত তরিকুল ইসলাম পেশায় কাঠমিস্ত্রি। স্ত্রী কাকুলি ও ছেলে তামিমকে নিয়ে তার অভাব-অনটনের সংসার। সাংসারিক কাজের প্রয়োজনে গত রোববার বিকেল ৩ টার দিকে তরিকুল ইসলাম মায়ের কাছে ৫০০ টাকার দাবি করে। কিন্তু হতদরিদ্র মা ছেলের ৫০০ টাকার বায়না মেটাতে পারেননি। এতে মায়ের ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে তরিকুল ইসলাম।
এক পর্যায়ে বিকেল ৫টায় বাড়ির অদূরে ফাঁকা ফসলের মাঠে গিয়ে তরিকুল বিষপান করে অচেতন হয়ে পড়ে। এসময় স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপর ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তরিকুলের মৃত্যু হয়।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তরিকুলের মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।