Bogura Sherpur Online News Paper

খেলাধুলা

টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই : বিসিবি সভাপতি

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘মানুষ স্বতস্ফূর্তভাবে টেস্ট ক্রিকেটকে স্বাগত জানাচ্ছে। বাংলাদেশ অলরেডি ফুল মেম্বার। ২৫ বছর ধরে টেস্ট ক্রিকেট খেলছে। আমরা টেস্ট ক্রিকেটকে সামনের দিকে দেখতে চাই।


রবিবার (২২ জুন) সকালে রাজশাহী বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ টেস্ট স্ট্যাটাসের ২৫ বছর পূর্তিতে দেশব্যাপী অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

বিসিবি সভাপতি বলেন, ‘দেশব্যাপী ক্রিকেটকে ছড়িয়ে দিতে ডি-সেন্ট্রালাইজড করতে চাই। রাজশাহীতে মাঝে মধ্যে ফার্স্ট ক্লাস ক্রিকেট হয়। আমরা গ্রেটার রাজশাহী রিজিয়নের মধ্যে প্রিমিয়ার লিগ চালু করবো।

এখানে আমরা ক্রিকেট অ্যাকটিভি আরো বাড়াবো। এখানে ক্রিকেট ট্রেইনিং প্রোগ্রাম আরো বাড়ানো হবে। ইতিমধ্যে এখানে ১৪, ১৬ ও ১৮ বছরের ক্রিকেট হচ্ছে। সেগুলোকে আমরা দুই দিনে রূপান্তর করবো।


বিসিবি সভাপতি আরো বলেন, ‘সব জায়গাতে ক্রিকেট ছড়িয়ে দিতে চাচ্ছি। কীভাবে এখানে আরও বেশি ক্রিকেট খেলা হতে পারে, কীভাবে রাজশাহী থেকে জাতীয় দলে খেলোয়াড়রা যুক্ত হতে পারেন। কীভাবে বাংলাদেশের ক্রিকেটকে আপনারা সাহায্য করতে পারেন। সে বিষয়ে আমরা আলোচনা করবো।’

তিনি বলেন, ‘দেখছেন যে এই গ্রাউন্ডস এত সুন্দর, এমন আউটফিল্ড কিন্তু অনেক দেশে নেই।

উইকেট এত সুন্দর নেই। গ্রাইন্ডস কমিটির চেয়ারম্যান মাহবুব ভাই এখানে আছেন, দেশব্যাপী যদি আমরা এ রকম ফ্যাসিলিটিজ তৈরি করতে পারি, তাহলে কিন্তু অটোমেটিক্যালি আউটফিল্ড বের হয়ে আসবে।’
উল্লেখ্য, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) কর্তৃক বাংলাদেশ ক্রিকেট দলের পূর্ণাঙ্গ টেস্ট স্ট্যাটাস প্রাপ্তির গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপিত হতে যাচ্ছে। এই ঐতিহাসিক মাইলফলক স্মরণে, বিসিবি দেশজুড়ে বিভিন্ন বিভাগীয় শহরে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা এবং আনন্দ আয়োজনের উদ্যোগ গ্রহণ করেছে। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি, প্রসার এবং সর্বস্তরের মানুষের মধ্যে অনাবিল আনন্দ ছড়িয়ে দেওয়াই এই উদ্যোগের মূল লক্ষ্য।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us