শিবগঞ্জ (বগুড়া) সংবাদদাতা: শিবগঞ্জে শাকিল (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। (বুধবার ১১ জুন) বিকেল ৩ টায় পৌর এলাকার বড় হাটপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাকিল কৃষক সমশের আলীর দ্বিতীয় ছেলে।
জানা যায়, শাকিল ১ বছর আগে মালয়েশিয়া থেকে দেশে আসে। (বুধবার ১১ জুন) বিকেল ৩ টায় তার শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের লোকজন শাকিলকে উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাকে মৃত ঘোষণা করে।
তার আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। খবর পেয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। শিবগঞ্জ থানার ওসি শাহিনুজ্জামান বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।