Bogura Sherpur Online News Paper

বিনোদন

৯ কেজি ওজন বাড়িয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা

 

শেরপুর নিউজ ডেস্ক:

শোবিজ অঙ্গনের তারকাদের মধ্যে নিজেকে ফিট রাখার প্রবণতা যেমন প্রবল, ঠিক তেমনই অভিনেত্রী আশনা হাবিব ভাবনা এবার হাঁটলেন একেবারে উল্টো পথে। সৌন্দর্যের প্রচলিত ধারণা আর চাপের তোয়াক্কা না করে ইচ্ছে করেই নিজের ওজন বাড়িয়েছেন ৯ কেজি!

এই হঠাৎ রূপান্তরের পেছনে রয়েছে একটি সিনেমার চরিত্র, যার নাম ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। সিনেমাটি পরিচালনা করছেন আসিফ ইসলাম। এতে ভাবনা অভিনয় করছেন এক যাত্রাপালার নায়িকার ভূমিকায়। চরিত্রটির জন্য প্রয়োজন ছিল এক ভিন্নধর্মী শরীরী ভাষা ও গড়নের, যা অর্জনের জন্য নিজেই ওজন বাড়ানোর সিদ্ধান্ত নেন ভাবনা।

ভাবনা জানান, ‘আমার কাছে মনে হচ্ছিল ওজন না বাড়ালে চরিত্র প্রকাশিত হবে না। ফলে আমি নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে ৯ কেজি ওজন বাড়িয়েছি। চরিত্রটি দর্শক মনে রাখবে।’

সিনেমার সেট নির্মাণ করা হয় চলতি বছরের জানুয়ারিতে, ফরিদপুরের গোবিন্দপুরে। সেখানে শুটিংয়ের সময় ভাবনার সঙ্গে ছিলেন যাত্রাশিল্পের প্রকৃত অভিনয়শিল্পীরাও। বাস্তব অভিজ্ঞতা ও পরিবেশে মিশে গিয়ে ভাবনা চেষ্টা করেছেন চরিত্রটিকে জীবন্ত করে তুলতে।

পরিচালক আসিফ ইসলামের কথায়, এই সিনেমার পেছনে রয়েছে তার শৈশবের স্মৃতি। তিনি বলেন, ২০১৮ সালে বহুদিন পর আবার যাত্রা দেখার সুযোগ হয়। সেখানে দেখি দর্শকরা আর গল্প দেখতে চায় না, চায় ‘প্রিন্সেস’-এর আবেদনময়ী নাচ। তখনই বুঝি সময় কতটা বদলে গেছে।

সেই বিস্ময় ও আক্ষেপ থেকেই জন্ম নেয় ‘ল্যান্ড অব দ্য প্রিন্সেস’। ভাবনা সেই পরিবর্তনের প্রতিচ্ছবিতে রূপ দিয়েছেন নিজের শরীর ও মানসিকতা ভেঙে।

এই সাহসী রূপান্তর ও শিল্পীসত্তার দায়বদ্ধতা আবারও প্রমাণ করে, আশনা হাবিব ভাবনা কেবল একজন অভিনেত্রীই নন, একজন চরিত্রস্রষ্টা, যিনি নিজের গড়নে, চর্চায় ও মেধায় গল্পকে করে তোলেন বিশ্বাসযোগ্য।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us