Bogura Sherpur Online News Paper

বিনোদন

কোরবানির হাটে গিয়ে হারিয়ে গিয়েছিলেন অভিনেত্রী মেহজাবীন

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

কোরবানির ঈদ মানেই ত্যাগ, কৃতজ্ঞতা ও একতা। আর এই উৎসবের উষ্ণতা ও আনন্দ ছড়িয়ে পড়ে মানুষের ঘরে ঘরে। তারকাদেরও জীবনেও আসে এ উৎসব। কোরবানির ঈদ ঘিরে তাদের জীবনও হয়ে ওঠে আনন্দময়। আর এই ঈদ আনন্দ স্মৃতি হয়ে রয়ে যায় জীবনে।

 

যার মধ্যে অন্যতম তার ছোটবেলায় হারিয়ে যাওয়ার ঘটনা। সম্প্রতি এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ছোটবেলার সেই স্মৃতি স্মরণ করেছেন অভিনেত্রী। জানান, লুকিয়ে লুকিয়ে হাটে গিয়ে ভিড়ের মধ্যে হারিয়ে গিয়েছিলেন তিনি।মেহজাবীন বলেন, ‘ঈদে গরু কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকে।এ বিষয়টি খুব ভালো লাগে আমার কাছে। ছোটবেলায় কোরবানি উপলক্ষ্যে বাসায় গরু-ছাগল কিনে আনার পর থেকেই আনন্দের বাঁধ ভেঙে যেত। কোরবানির ঈদ নিয়ে খুব মজার একটি স্মৃতি রয়েছে আমার। বড়দের কাছে গরুর হাটের নানা গল্প শুনতে শুনতে একবার হাট দেখার খুব ইচ্ছা হলো।

চাচাতো ভাইদের কাছে গরুর হাটে যাওয়ার আবদার করলাম।ভাইয়েরা আমাকে নিতে রাজি হলো না। আমি লুকিয়ে তাদের পিছু নিয়েছিলাম। কিন্তু হাটে গিয়ে ভিড়ের মধ্যে তাদের হারিয়ে ফেলি। ভয়ে হাটে বসে কি কান্না।’তবে ভাইদের খুঁজেও পান অভিনেত্রী। বলেন, ‘একসময় ভাইদের খুঁজেও পাই। এসব স্মৃতি মনে পড়লে একা একাই এখন হাসি, আবার সেসব দিনের কথা মনে হলে আনন্দও লাগে। যা এখন আর পাই না। সেই আনন্দ আর নেই।’বর্তমানে ক্যারিয়ারের সোনালি সময় পার করছেন মেহজাবীন। কিছুদিন আগেই সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন। সম্প্রতি বিয়ে করেছেন দীর্ঘদিনের প্রেমিক আদনান আল রাজীবকে। তার স্বামী নির্মাতা রাজীবও এবছর কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশের হয়ে পুরস্কার জিতেছেন। তার নির্মাণে ‘আলী’ সিনেমাটি কানে পুরস্কার জয়ের পাশাপাশি সমালোচকদের মন জয় করেছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us