Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

মায়ানমারে চীনা শিল্পাঞ্চল দখল করল আরাকান আর্মি!

 

শেরপুর নিউজ ডেস্ক:

মায়ানমারে সেনাবাহিনীকে পরাস্থ করে একর পর এক অঞ্চল দখল করে নিচ্ছে দেশটির বিদ্রোহী গোষ্ঠী। বাংলাদেশ সীমান্ত এলাকা দখলের পরে এবার মায়ানমারের বিদ্রোহীদের ‘নজর’ দেশের প্রশাসনিক এবং বাণিজ্যিক কেন্দ্রে! গত কয়েক দিন ধরে ধারাবাহিক হামলা চালিয়ে কিয়াউকফিউ বন্দরের অদূরে চীনা শিল্প বিনিয়োগকেন্দ্র দখল করেছে বিদ্রোহী জোটের বৃহত্তম শরিক আরাকান আর্মি। তাদের হামলার নিহত হয়েছেন সামরিক জান্তা সরকারের এক ব্রিগেডিয়ার জেনারেল। মায়ানমারের ক্ষমতাচ্যুত গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির সমর্থক স্বঘোষিত ‘ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট’ নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম ‘দ্য ইরাবতী’ জানিয়েছে, কিয়াউকফিউ শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দক্ষিণে পিয়াং সি কে এলাকায় জান্তা সরকারের একটি সেনা ব্যাটেলিয়নের সদর দফতর ঘিরে ফেলেছে আরাকান আর্মি। কিয়াউকফিউ-রাম্রি জাতীয় সড়কের পাশে পিয়াইন সি কাই জনপদও দখল করেছে তারা। তবে কিয়াউকফিউ শহরে মোতায়েন একটি সেনা ব্রিগেড এখনও প্রতিরোধের চেষ্টা চালাচ্ছে। তার অদূরে রয়েছে চীনের একটি তেল শোধনাগার।

সেখানে এখনো ঢোকেনি বিদ্রোহীরা।

বাণিজ্যক রাজধানী (তথা সাবেক রাজধানী) ইয়াঙ্গুনের অদূরে থান্ডওয়ে নৌঘাঁটির দখল নিয়েছিল আরকান আর্মি। পাশের গাওয়া শহরও তাদের দখলে। এই পরিস্থিতিতে সামরিক অবস্থানগত ভাবে গুরুত্বপূর্ণ পিয়াং সি কে দখলে আসায় ইয়াঙ্গুনমুখী অভিযান চালাতে বিদ্রোহীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

চলতি সপ্তাহের গোড়াতেই বিদ্রোহী গোষ্ঠীর স্নাইপার হামলায় জান্তা সেনাবাহিনীর ১১ নম্বর ব্যাটেলিয়নের কমান্ডার কিয়াও মিও আউং এবং এক সেনা ক্যাপ্টেন নিহত হন। শুক্রবার তাদের মরদেহ হেলিকপ্টারে ইয়াঙ্গুনে পাঠানো হয়। বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইনের প্রায় ৯০ শতাংশ এলাকা ইতিমধ্যেই আরাকান আর্মি দখল করেছে। সহযোগী বিদ্রোহী গোষ্ঠী ‘কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি’র সহযোগিতায় মণিপুর লাগোয়া চিন প্রদেশের অধিকাংশ এলাকাও দখলে নিয়েছে তারা।

জান্তাবিরোধী নতুন জোট ‘চিন ব্রাদারহুড’-এর শরিক ‘ইয়াও ডিফেন্স ফোর্স’, সাগাইন অঞ্চলে সক্রিয় ‘ইয়াও আর্মি’ এবং ‘মনিওয়া পিপল্?স ডিফেন্স ফোর্স’-ও আরাকান আর্মির সহযোগী হয়ে ধারাবাহিক ভাবে হামলা চালাচ্ছে জান্তা সেনাবাহিনীর ওপর।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us