Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

ধুনটে পাকা সড়ক ভেঙে পুকুরে বিলীন

 

ধুনট (বগুড়া) সংবাদদাতা: বগুড়ার ধুনট-বড়িয়া তিনমাথা পর্যন্ত পাকা সড়কের কালেরপাড়া ডাকঘর এলাকার সামনের অংশ ভেঙে পাশের পুকুরে যাওয়ায় জনগুরুত্বপূর্ণ এই সড়কে যোগাযোগ ব্যবস্থার চরম বিপর্যয় ঘটেছে। সোমবার (১৯ মে) সকাল ১১টা পর্যন্ত বৃষ্টির কারণে সড়কের প্রায় ১২ মিটার অংশ ভেঙে পুকুরে বিলীন হয়ে গেছে। এতে দুর্ভোগে পড়েছেন এলাকার শতাধিক গ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ। এ অবস্থায় সড়কটির ভাঙা স্থানে দুর্ঘটনা এড়াতে লাল নিশান উড়িয়ে সতর্ক সংকেত দিয়েছে স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সদর থেকে বড়িয়া তিনমাথা পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার পাকা সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে পাকা করা হয়েছে। এই সড়কটি এলাকাবাসির জন্য অধিক গুরুত্বপূর্ণ। প্রতিদিন ছোট-বড় বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করে। সড়কটির দুই পাশের জমির মালিকেরা অপরিকল্পিতভাবে অসংখ্য পুকুর খনন করেছে।

প্রতিবছর বর্ষা মৌসুমে রাস্তার দুই পাশের বাড়ির পানিতে পাকা অংশ ভেঙে যায়। তারই ধারাবাহিকতায় কয়েক দিন ধরে কালেরপাড়া গ্রামে ডাকঘরের সামনের অংশ ভেঙে পাশের পুকুরে বিলীন হয়ে গেছে। অল্প অল্প করে ভাঙতে ভাঙতে একসময় পুরো সড়ক বিলীন হয়ে যায় পুকুরে।

 

সড়ক ঘেঁষে পুকুর ও সেচনালা খননের বিরুদ্ধে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়। সেখানে বলা হয়েছে, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুকুর খনন ও পুনঃখনন করা যাবে না। এ ছাড়া সরকারি রাস্তার সীমানার কিনারা থেকে কমপক্ষে ১০ ফুট দূরত্বে এবং ৪৫ ডিগ্রি ঢালে পাড় রেখে পুকুর, জলাশয় খনন করতে হবে। এ নিয়ম ভঙ্গ করলে কারাদণ্ড বা জরিমানা বা উভয় দণ্ডে দন্ডিত হওয়ার বিধান রয়েছে। এরপরও ভূমি মালিকরা নিয়মনীতির তোয়াক্কা না করে সড়কের পাশে অবাধে পুকুর খনন করে যাচ্ছেন।

এ বিষয়ে ধুনট উপজেলা প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, সড়কের ভাঙা স্থান পরিদর্শন করা হয়েছে। সড়ক ঘেঁসে পুকুর খননের কারণে বাড়ির পানি গড়ে পাকা সড়কের কিছু অংশ ধসে পড়েছে। সড়কটি দ্রুত সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us