শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে নাশকতা, হত্যা চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় এক আওয়ামী লীগ নেতা ও এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন- শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর পাচঁবাড়িয়া গ্রামের মৃত কলিম উদ্দিন শেখেরে ছেলে ও সীমাবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাসান আলী শেখ (৫৭) ও উপজেলার গাড়ীদহ ইউনিয়নের শিবপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এবং রাজধানী ঢাকার ঢাকা মাদরাসাই আলিয়া এর ছাত্রলীগ ( নিষিদ্ধ ঘোষিত) এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন ওরফে জিহাদ (২৫)।
পুলিশ জানায়, তাদেরকে শুক্রবার (১৬ মে) বিকালে নিজ নিজ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তারা গত ১৫ নভেম্বর শেরপুর থানায় দায়েরকৃত নাশকতা, হত্যা চেষ্টা এবং বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তদন্তে প্রাপ্ত আসামী। তাদের আদালতে সোর্পদ করা হয়েছে।