শেরপুর নিউজ: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সিএনজিতে পরিবহনকালে ২৪৮লিটার দেশীয় মদসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। শুক্রবার (১৭ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে মহাসড়কের সিটি ব্যাংকের পশ্চিম পাশের্^ চেকপোষ্টে এই অভিযান পরিচালিত হয়।
গ্রেফতার ব্যক্তি হলেন- বগুড়া সদরের চকসুত্রাপুর সওদাগরপাড়ার মৃত আব্দুল জলিল মৃধার ছেলে মো. সেলিম মৃধা (৫৭)।
পুলিশ জানায়, অভিযানে মাদক পরিবহন কাজে ব্যবহ একটি সবুজ রংয়ের সিএনজি অটোরিক্সা (বগুড়া থ ১১-৫৬০৬) ও ৬টি প্লাষ্টিকের বস্তায় রক্ষিত সাদা রংয়ের ৫১৪টি বোতলে ২৪৮ লিটার অবৈধ মাদকদ্রব্য দেশীয় মদ উদ্ধার করা হয়। এসময় ড্রাইভারের দুই পাশের্^ বসা দুই জন এবং পিছনে বসা একজন পালিয়ে যায়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় পলাতক তিনজনসহ গ্রেফতারকৃত ব্যক্তির নামে মোট ৪ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।