শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলায় বগুড়া জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য মোমেনা খাতুন (৫৩) কে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে। শনিবার (১১ মে) রাত ৩ টার দিকে শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের সীমাবাড়ী বাসষ্ট্যান্ড এলাকার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোমেনা খাতুন শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ররোয়া মধ্যপাড়ার মো. আব্দুস ছালামের স্ত্রী এবং নিষিদ্ধ ঘোষিত মহিলা আওয়ামী লীগের বগুড়া জেলা শাখার সদস্য এবং সীমাবাড়ী ইউনিয়ন শাখার সাবেক সম্পাদিকা ছিলেণ বলে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তাকে শেরপুর থানায় গত ২৮ সেপ্টেম্বর দায়েরকৃত বিএনপির দলীয় কার্যালয়ে হামলা ভাংচুর ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেফতার দেখিয়ে রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।