শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলে হামলা, নাশকতা ও হত্যা চেষ্টা মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে সাবেক ইউপি সদস্য আওয়ামী লীগ নেতা মো. সাগর আলী (৫৫) কে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (২৪ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তাকে শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. সাগর আলী শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও ৪নং ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিনি বিনোদপুর গ্রামের মৃত সিরাজুল হকের ছেলে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দিন জানান, তদন্তে সর্ম্পৃক্ততা পাওয়ায় তাকে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে সোর্পদ করা হবে।