শেরপুর নিউজ ডেস্ক:
একে অপরের সামরিক স্থাপনায় হামলা-পাল্টা হামলার মধ্যেই যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছে ভারত ও পাকিস্তান। এ বিষয়ে উভয় দেশ একটি সমঝোতা সই করেছে।
শনিবার (১০ মে) পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, ‘পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।’
তিনি বলেছেন, ‘দিনভর কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত ছিল, যার ফলে একটি যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়েছে।’ তিনি এই প্রক্রিয়ায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ভূমিকা বিশেষভাবে স্বীকার করেন।
পাকিস্তানের মন্ত্রী বলেন, ইসলামাবাদ সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সঙ্গে আপস না করে এই অঞ্চলে শান্তির জন্য প্রচেষ্টা চালিয়েছে।
পৃথকঅভাবে, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এক বিবৃতিতে বলেছেন, ‘ভারত ও পাকিস্তান আজ গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধের বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে।’
তিনি উল্লেখ করেন, ‘ভারত সর্বদা সকল ধরণের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় এবং আপোষহীন অবস্থান বজায় রেখেছে। এটি অব্যাহত থাকবে।’
ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রিও ঘোষণা করেন, ‘ভারত ও পাকিস্তানের সামরিক অভিযানের মহাপরিচালকরা (ডিজিএমও) একমত হয়েছেন যে, উভয় পক্ষই বিকেল ৫টা থেকে স্থল, আকাশ এবং সমুদ্রে সমস্ত ধরণের গুলিবর্ষণ এবং সামরিক পদক্ষেপ বন্ধ করবে। এই সমঝোতা কার্যকর করার জন্য উভয় পক্ষকেই নির্দেশনা দেওয়া হয়েছে।’
এর আগে, নিজের ট্রুথ সোশ্যালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ‘যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাতব্যাপী আলোচনার পর, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণাঙ্গ এবং তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সাধারণ জ্ঞান এবং দুর্দান্ত বুদ্ধিমত্তা ব্যবহারের জন্য উভয় দেশকে অভিনন্দন। এই বিষয়ে আপনার মনোযোগের জন্য ধন্যবাদ!’




Users Today : 95
Users Yesterday : 150
Users Last 7 days : 2691
Users Last 30 days : 4748
Users This Month : 2320
Users This Year : 33728
Total Users : 508976
Views Today : 157
Views Yesterday : 282
Views Last 7 days : 3517
Views Last 30 days : 7790
Views This Month : 3031
Views This Year : 100353
Total views : 768561
Who's Online : 1