শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর শহরে বহুতল ভবন নির্মাণে নিয়মনীতি না মেয়ে ঝুঁকি নিয়েই চলছে নির্মাণ কাজ। ফলে শ্রমিকসহ সাধারণের হতাহতের আশংকা তৈরী হয়েছে।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে শেরপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় মহাসড়ক সংলগ্ন নির্মাণাধীন এক চারতলা ভবনে এক দুর্ঘটনায় মো. এমরান (২৫) নামের এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
আহত নির্মাণ শ্রমিক গাবতলী উপজেলার বাগবাড়ি গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।
স্থানীয়রা জানান, ওই সময় চারতলা ভবনের রড বাঁধাইকালে বিদ্যুতের মেইন লাইনের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে তাকে এ্যাম্বুলেন্সযোগে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। তার অবস্থা আশংকাজনক।
শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ছাম্মাক হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শণ করেছি। আহত শ্রমিককের অবস্থা উন্নতির দিকে বলে তিনি জানান।