সর্বশেষ সংবাদ
Home / স্থানীয় খবর / পৌরসভা / শেরপুরে আরো চারজন করোনা ভাইরাসে আক্রান্ত

শেরপুরে আরো চারজন করোনা ভাইরাসে আক্রান্ত

শেরপুর নিউজ ২৪ডটনেট: বগুড়ার শেরপুর উপজেলায় মঙ্গলবার নতুন করে আরো চারজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন এ তথ্য জানান।
তিনি জানান, আক্রান্তদের মধ্যে দুই জনের বাড়ি শেরপুর শহরের হাসপাতাল রোড এলাকায়। এর মধ্যে একজনের বয়স ৩৮ তিনি পেশায় একজন ফার্মেসীর ব্যবসা করেন। আরেকজনের বয়স ৩৫ তিনি ওই এলাকার বাসিন্দা। আক্রান্ত আরেকজন উপজেলার সীমাবাড়ী বাজারের একজন এনজিও কর্মী বয়স ৪৬ । আরেকজনের পজিটিভ ধরা পড়লেও তার মোবাইল নম্বর বন্ধ থাকায় ঠিকানা পাওয়া যায়নি তার বয়স ৩৫ বছর।
ডা.মোস্তাফিজার রহমান তুহিন জানান, আক্রান্তদের মধ্যে এনজিও কর্মীগত ১৭ইমে তাদের নমুনাদেন। আর বাকিরা সবাই ১৬ই মে তাদের নমুনা দেন। মঙ্গলবার বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতাল থেকে তাদের রিপোর্টে পজিটিভ ধরা পড়ে।
উল্লেখ্য, গতসোমবার রাতে শেরপুরে প্রথম করোনা পজিটিভ রোগী ধরা পড়ে। তিনি হাসপাতাল রোডেরই বেসরকারী এক ক্লিনিকের ল্যাব এ্যাসিষ্ট্যান্ট এবং শহরের টাউনকলোনী এলাকার বাসিন্দা । মঙ্গলবার দুপুরে তাকে তার গ্রামের বাড়ি তাড়াশে পাঠিয়ে দেয়া হয়েছে।

Check Also

শেরপুর পৌর আওয়ামী লীগের পরিচিতি সভা অনুষ্ঠিত

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়ার শেরপুর পৌর কমিটির পরিচিতি সভা রবিবার (৫ মার্চ) বিকালে শেরপুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − fourteen =

Contact Us