সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ার যে ৩২টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা

বগুড়ার যে ৩২টি কেন্দ্রে এবার এইচএসসি পরীক্ষা

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার ৩২টিসহ রাজশাহী শিক্ষা বোর্ডে মোট ২০৩টি কেন্দ্রে ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে চূড়ান্ত কেন্দ্র তালিকা নির্ধারণ করা হয়েছে। রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. আরিফুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

বগুড়া জেলার কেন্দ্রগুলো হলো সরকারি এ এইচ কলেজ, সরকারি এমআর মহিলা কলেজ, সরকারি শাহ্ সুলতান কলেজ, বগুড়া কলেজ, জাহিদুর রহমান মহিলা কলেজ, পুলিশ লাইন্স স্কুল ও কলেজ, নুনগোলা ডিগ্রি কলেজ, দুপচাঁচিয়া জে কে কলেজ, দুপচাঁচিয়া মহিলা কলেজ, সারিয়াকান্দি কলেজ, সারিয়াকান্দি আব্দুল মান্নান সরকারি মহিলা কলেজ, ধুনট সরকারি কলেজ, ধুনট মহিলা কলেজ, সৈয়দ আহম্মেদ কলেজ, সুখানপুকুর, গাবতলী সরকারি কলেজ, মহাস্থান মাহিসাওয়ার কলেজ, শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজ, মোকামতলা মহিলা কলেজ, চৌধুরী আদর্শ মহিলা কলেজ, শেরপুর সরকারি কলেজ, শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা কলেজ, মনসুর হোসেন কলেজ, নন্দীগ্রাম সরকারি মহিলা ডিগ্রি কলেজ, কাহালু সরকারি কলেজ, কাহালু আদর্শ মহিলা কলেজ, সোনাতলা বেগম ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজ, নাজির আখতার সরকারি কলেজ, সান্তাহার সরকারি কলেজ, আদমদিঘী রহিম উদ্দিন কলেজ, নসরতপুর কলেজ, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, সরকারি কমর উদ্দিন ইসলামিয়া কলেজ।

এছাড়াও রাজশাহীর ৪১, চাঁপাইনবাবগঞ্জে ১৫, নাটোরে ২০, নওগাঁয় ২৫, পাবনায় ২৮, সিরাজগঞ্জে ৩০ ও জয়পুরহাট জেলায় ১২ কেন্দ্রে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বিষয়ে রাজশাহী শিক্ষাবোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক (গোপনীয়) জহিরুল হক বলেন, সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করে চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রস্তুত করেছে। সে মোতাবেক কেন্দ্রওয়ারী পরীক্ষার সকল কার্যক্রম শুরু হয়েছে।

Check Also

বগুড়ায় বসতবাড়িতে বিস্ফোরণে আহত ৪

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া শহরে একটি বাড়িতে বিস্ফোরণে চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রোববার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five − one =

Contact Us