শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে মুক্তিযুদ্ধে গণহত্যার শিকার শহীদ ২৮ পরিবারের মাঝে উপহার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনী দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এই উপহার বিতরণ করা হয়।
স্থানীয় সমাজসেবক জাহিদুল ইসলাম লালের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) বগুড়া জেলা শাখার সভাপতি ইকবাল হোসেন দুলাল।
বক্তব্য রাখেন এলাকার কৃতিসন্তান কুসুম্বী ইউনিয়ন পরিষদের সচিব মো. নজরুল ইসলাম, শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক, সমাজসেবক জাহিদুল ইসলাম লাল প্রমুখ।
অনুষ্ঠানে ১৯৭১ সালের ২৬ এপ্রিল গণহত্যার শিকার পরিবারের মাঝে ব্যক্তিগত উদ্যোগে উপহার তুলে দেয়া হয়।