শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে করোনা ভ্যাকসিন (সিনোফার্ম ভিরোসেল) বুধবার (১৪জুলাই) থেকে আবারও দেয়া শুরু হবে।
মঙ্গলবার (১৩জুলাই) সন্ধ্যায় এসব তথ্য জানান শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. মওদুদ আদনান।
তিনি জানান,এই গণটিকাদান কর্মসুচি সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। ৩৫ বছরের উর্দ্ধের যে কেউ অনলাইনে রেজিষ্ট্রেশন করে এই টিকা নিতে পারবেন।
টিকা দেবার জন্য মোবাইল ফোনে মেসেজ পাবার পর টিকাকেন্দ্রে টিকা দেয়া হবে। কোন অসুস্থতা থাকলে বা কোভিড আক্রান্ত হলে টিকা নেওয়া যাবে না। যারা আগে রেজিষ্ট্রেশন করেছেন, মেসেজ পেয়েছেন কিন্তু টিকা নেননি তারও টিকা নিতে পারবেন। কিন্তু যারা একডোজ কোভিশিল্ড টিকা নিয়েছেন তাদের অপেক্ষা করতে হবে।
টিকাদান কর্মসুচী সফল করতে এলাকার জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন তিনি।