Home / স্থানীয় খবর / পৌরসভা / শেরপুরে লকডাউনেও চলছে হালখাতা

শেরপুরে লকডাউনেও চলছে হালখাতা

শেরপুরনিউজ২৪ডটনেটঃ বৃহস্পতিবার থেকে কঠোর লকডাউন শুরু হলেও বগুড়ার শেরপুরে থেমে নেই হালখাতা অনুষ্ঠান।

শেরপুর পৌরশহরের কর্মকারপাড়ায় একটি জুয়েলার্সের দোকানে বৃহস্পতিবার শুরু হয় দুইদিন ব্যাপী হালখাতার অনুষ্ঠান।

প্রতিষ্ঠানটির মালিক নিজেই হালখাতা অনুষ্ঠানের কথা জানিয়ে ফেসবুকে ষ্ট্যাটাসও দেন।

করোনা সংক্রমণরোধে যখন নিত্যপ্রয়োনীয় ছাড়া অন্যান্য দোকানপাট ও গণজমায়েত সামাজিক অনুষ্ঠান বন্ধ তখন এ ধরনের হালখাতার অনুষ্ঠানের আয়োজনে জনমনে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

Check Also

শেরপুরে পুজামন্ডপে বিদ্যুতস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শেরপুর ডেস্কঃ বগুড়ার শেরপুরে বিজয়া দশমীর দিনে প্রতিমা নামাতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে রূপম কর্মকার জগো …

Leave a Reply

Your email address will not be published.

17 − thirteen =

Contact Us