শেরপুর ডেস্কঃ বগুড়ায় গত ২৪ ঘন্টায় রেকর্ডসংখ্যক আটজন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলা করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৩৬৫ জনে। আর নতুন করে আরো ৯৮ জনের দেহে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ জুন) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন বগুড়ার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজার রহমান তুহিন।
তিনি জানান, গত ২৪ ঘন্টায় বগুড়ায় যে আটজনের মৃত্যু হয়েছে তার মধ্যে জয়পুরহাটের ৫ জন, বগুড়ার ২জন এবং নওঁগার ১জন করোনা রোগী হয়েছে।
এছাড়া ২৪ ঘন্টায় ৩৫৪টি নমুনা পরীক্ষায় ৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তের হার ২৭ দশমিক ৬৮ শতাংশ। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ১৫২জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ২৯৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৪৯১ জন।