শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে করোনাভাইরাস (কোভিড-১৯) এ সংক্রমণ বাড়ছে। শেরপুরে নতুন করে আরো ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বর্তমানে শেরপুরে ১১ জন করোনায় চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার (২০ জুন) সন্ধ্যায় শেরপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা ফোকাল পার্সন ডা. মওদুদ আদনান, শনিবার প্রাপ্ত রিপোর্টে ১৫ জনের মধ্যে ৫ জনের করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৩ জন নারী ২ জন পুরুষ।
তিনি আরো জানান, এ পর্যন্ত উপজেলায় আক্রান্ত হয়েছেন ৪৯৮ জন আক্রান্ত হয়েছেন। এর মধে মারা গেছেন ১৩ জন।