শেরপুরনিউজ২৪ডট নেটঃ বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকায় ১৪ দালালকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুন) দুপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাছিম রেজা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন বগুড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান-১২ (র্যাব)।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী দন্ডপ্রাপ্তদের মধ্যে ৭ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ৬ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
কারাদন্ড প্রাপ্তরা হলেন, জেলার শাজাহানপুর উপজেলার বেতগাড়ী এলাকার সাইফুল ইসলাম (৫৭), সাবরুল এলাকার রিপন (৩০)। সদর উপজেলার সাবগ্রামের রফিকুল ইসলাম (৩৫), হুকমাপুর গ্রামের সাইফুল ইসলাম (৫০), ঠনঠনিয়ার বুলু সরকার (৩৮) এবং গাবতলী উপজেলার রতিশ চ›ন্দ্র(৪০) ও শফিকুল ইসলাম (৪০)।
অর্থদন্ডপ্রাপ্তদের মধ্যে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের মালিক রুমা বেগমকে জরিমানা করা হয় ৫০ হাজার টাকা। আর বাকি ছয় জনের প্রত্যেককে জরিমানা করা হয় ৫ হাজার টাকা করে।