শেরপুরনিউজ২৪ডট নেটঃ বগুড়ার শেরপুরে এক কেজি গাঁজাসহ র্যাব-১২ সদস্যরা এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে।
মঙ্গলবার (১৫জুন) দুপুর দুইটার দিকে শেরপুর উপজেলার কুসুম্বী ইউনিয়নের মদনগাড়ী গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাদশা মিয়া (৩৮) মদনগাড়ী নয়াপাড়া গ্রামের হবিবর হোসেনের ছেলে।
র্যাব-১২ বগুড়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার লে কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, জি বিএন জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়েরের জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।